• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

নগরীতে ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

নগরীতে বিশেষ অভিযানে ওয়ান শুটারগান, কার্তুজসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
রবিবার কেএমপি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ সেপ্টেম্বর রাতে একটি মামলার আসামি নগরীর পাবলা ফকিরপাড়া থেকে মোঃ মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দারকে (২০) গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তি মোতাবেক দিবাগত রাত পৌনে ন কেডিএ কল্পতরু মার্কেটের নাজ এন্টারপ্রাইজ নামক পরিত্যক্ত দোকানের মধ্য থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৫টি খয়েরী রংয়ের ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত মেহেদীর বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা দায়ের করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে কেএমপি সূত্র জানায়।

আজকের খুলনা
আজকের খুলনা