• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ১ জুন ২০২৩  

খুলনার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহষ্পতিবার সকালে নগরীর রূপসা স্ট্যান্ড বাজারে অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আনসার সদস্য, ক্যাব ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। জরিমানার পাশপাশি অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলা ও ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতেও অনুরোধ জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের খুলনা
আজকের খুলনা