• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দৌলতপুরে মতবিনিময় সভায় কেএমপি কমিশনার

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য খুলনা সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য প্রার্থী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সোমবার (২৯ মে) দুপুরে দৌলতপুরের রেলগেট এ্যাডামস অডিটরিয়ামে এ মতবিনিময় সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেএমপির কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; অতিরিক্ত কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন এবং ডেপুটি কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কেএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বা অনিয়ম করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো পুলিশ সদস্য ও কর্মকর্তা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, এমন কাজ করলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভায় স্থানীয় বাসিন্দা, ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন কমিশনার মাসুদুর রহমান।

আজকের খুলনা
আজকের খুলনা