• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে ব্যাংক কর্মকর্তাদের দায়িত্ব

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ও আর্তসামাজিক উন্নয়নে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব অনস্বীকার্য। এজন্য তাদের তাদের স্ব-স্ব দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। তাহলে গ্রহকরা তাদের প্রাপ্য সঠিক সেবা পাবেন। তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনাবাসী ব্যাংক সেবা থেকে যাতে বঞ্চিত না হয় সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।

আজ রবিবার (২৮ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে নৌকা প্রতীকে ভোট প্রার্থনাকালে তিনি এসব কথা বলেন। তিনি নগরীর বাংলাদেশ ব্যাংক থেকে শুরু  করে অগ্রণী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, বেসিক ব্যাংক এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তার সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নগর আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম টুটুল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ভিপি রকিবুল ইসলাম লাবু, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর শ্রমিক লীগ নেতা রনজিৎ কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক হাওলাদার, বাংলাদেশ ব্যাংক সিবিএ সভাপতি মোঃ হারুনার রশিদ, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, অগ্রণী ব্যাংক কর্মকর্তা মোঃ সেলিমুজ্জামান, আব্দুর রহমান, আব্দুল ওহাব, আলী গিয়াস, ছাত্রলীগ নেতা মোঃ জহির আব্বাস, মাহমুদুর রহমান শাওন, মাহমুদুর রহমান রাজেশসহ আওয়ামী লীগ, সহযোগি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন। 

আজকের খুলনা
আজকের খুলনা