• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

খুলনায় মহানগরীর বাইপাস সড়কের আড়ংঘাটা এলাকার জয়বাংলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ সজিব (২০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সজিব লবনচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার আমজাদ হোসেনের পুত্র।

শনিবার (২৭মে) রাত ৮টার দিকে খুলনা বাইপাস সড়কের মারিয়া পাম্পের সামনে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নগরীর জিরো পয়েন্টের দিকে থেকে আড়ংঘাটার দিকে আসার পথে মোটরসাইকেল আরোহী সজিব বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে  একটি ইজিবাইকের পেছনে ধাক্কা দেয়। এতে সে পড়ে যায়, এ সময় পেছন পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  এঘটনায়  পুলিশ কাউকে আটক করতে পারেনি।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় দায়ীদের সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

আজকের খুলনা