• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনা বেতারে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের এ্যাম্ফিথিয়েটারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো: নুরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্মের ওপর  বক্তব্য দেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে খুলনা বেতারের  ক্ষুদে শিল্পীরা সংগীত পরিবেশন করে।

এর আগে আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেতার প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতি ভাষ্কর্য বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বর্ণাঢ্য র‌্যালিতে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলীরা  অংশ নেন।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতি ভাষ্কর্য বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে। অনুষ্ঠানের মধ্যে ছিলো গীতিনক্সা, বিশেষ নাটক, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা।

আজকের খুলনা
আজকের খুলনা