• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দি‌কে নগরীর ময়লাপোতা মোড়ে এ ঘটনা‌টি ঘটে। তবে নিহত যুবকের প‌রিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী সম্যজিত মিত্র বলেন, দুপুর ২ টার দিকে তিনি রিক্সাযোগে ময়লাপোতার দিকে যাচ্ছিলেন। তার রিক্সার পাশ থেকে একটি পরিবহন যাচ্ছিল। খুলনা গেজেটের দেয়াল ঘোষা রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবক রাস্তা পার হতে যাচ্ছিলেন। এমন সময় ওই পরিবহনের চাকার নিচে চলে যায় ওই যুবক। পরিবহনের চাকাটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত ব্যক্তির পরনে টিয়া রংয়ের শার্ট ও হালকা কালারের জিন্স প্যান্ট ছিল। তবে মৃত যুবকের এখনও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

সড়ক দুর্ঘটনার সময়ে রাস্তার দু’ ধারে মানুষের প্রচন্ড ভিড় ছিল। এ কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আজকের খুলনা
আজকের খুলনা