• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

খুবিতে আই-ট্রির ওপর দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

খুলনা বিশ্বদ্যিালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে (ফউটে) ইউএসএআইডির ইউএসএফএস প্রকল্পের কমিউনিটি পার্টনারশীপ টু স্ট্রেনদেন্থ সাসটেইনেবল ডেভলপমেন্ট প্রোগ্রাম (কম্পাস) এর উদ্যোগে দুদিনব্যাপী আই-ট্রির ওপর প্রশিক্ষণ শুরু হয়েছে। 

আজ ৩ ফ্রেবুয়ারি সকাল ১০ টায় ফউটে ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধনী পর্ব শুরু হয়। এ পর্বে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. গোলাম রাক্কিবু। তিনি এ প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এ পর্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বন বিভাগের রিসোর্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (রিমস) ইউনিটের উপ-বন সংরক্ষক মোঃ জহির ইকবাল। আই-ট্রি ও প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন কম্পাস প্রোগ্রামের একাডেমিক এন্ড রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট মোঃ শামস উদ্দিন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ফউটে ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রবিউল আলম। পরবর্তীতে প্রশিক্ষণে প্রফেসর ড. মোঃ রবিউল আলম, শাহদেব চন্দ্র মজুমদার, বাবলু জামান, মোঃ জহির ইকবাল বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানটি আগামীকাল বিকেলে শেষ হবে। 

এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ফউটে ডিসিপ্লিনের কয়েকজন শিক্ষকসহ ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। উল্লেখ্য, আই-ট্রি হচ্ছে বন গবেষণা সম্পর্কিত একটি বিশ্বখ্যাত সফট্ওয়্যার যার মধ্যে বন গবেষণা, জরিপ, জিআইএসসহ বিভিন্ন প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে।

আজকের খুলনা
আজকের খুলনা