• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

বই প্রেমীদের পদচারণায় মুখরিত উঠছে একুশে বইমেলা

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে চলছে মাসব্যাপী একুশে বইমেলা। বৃহস্পতিবার ছিল বইমেলার দ্বিতীয় দিন। মেলার দ্বিতীয় দিনেই ক্রেতা-দর্শকদের পদচারণায় ক্রমে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে বইমেলা প্রাঙ্গণ। বইমেলার মঞ্চে আজকের সাংস্কৃতিক আয়োজনে ছিল অমিত্রাক্ষর, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাচিক শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান।

পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে তারার মেলা ও দিপালয় ইয়ুথ কয়ারের শিল্পীরা। মেলায় আগত উলে­খযোগ্য সংখ্যক দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুন্নাহার হীরা ও সালমানুল মেহেদী মুকুট।

খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান বলেন, বই মেলায় প্রকাশনা সংস্থা, বিভিন্ন সাহিত্য সংগঠন, সরকারি প্রতিষ্ঠান ও বই বিক্রয়কারী প্রতিষ্ঠানের একশ’ স্টল রয়েছে। মাসব্যাপী বইমেলা সরকারি ছুটির দিনে সকাল সাড়ে ১০ থেকে রাত সাড়ে ৯টা এবং অন্যান্য দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। প্রতিদিন বিকালে প্রবন্ধ ও কবিতা পাঠ, নতুন লেখকদের বইয়ের মোড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বইমেলা উপলক্ষে সকল বইয়ের ওপর ২৫ শতাংশ ছাড়ে ক্রেতারা বই কিনতে পারবেন।

আজকের খুলনা
আজকের খুলনা