• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

খুলনায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

খুলনায় সরকারি বিএল কলেজের বাসের চাপায় আশিকুর রহমান (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিউমার্কেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বিএল কলেজের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। একইপাশে মোটরসাইকেলে আশিকুর রহমান খুলনার দিকে যাচ্ছিলেন। বাসটি তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় বাসচাপায় তার মৃত্যু হয়। আশিকুরের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা নিউমার্কেটের বিপরীত পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে সড়কে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আশিকুর রহমান ছিটকে পড়েন। এসময় বাসচাপায় ঘটনাস্থলেই আশিকুরের মৃত্যু হয়।

আজকের খুলনা
আজকের খুলনা