• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

খুলনা নগরীর বাগমারায় যুবক গুলিবিদ্ধ

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

খুলনা নগরীর বাগমারা মন্দির এলাকায় রাকিব হাসান নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। বিকেল সাড়ে তিনটায় ঘটনাটি ঘটে। তবে গুলিবিদ্ধ হওয়ার কারণ জানাতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানায়, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক বাগমারা মন্দিরের সামনে দিয়ে যাবার সময় মাঝখানে থাকা রাকিব হাসান পড়ে যায় মোটরসাইকেলটি দ্রুত স্থান ত্যাগ করে।

এলাকাবাসী আরও জানায়, যুবকের পিঠের নিচে দুইটি গুলির চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুলিবিদ্ধ যুবক জানায়, ঘটনাস্থল দিয়ে পায়ে হেঁটে যাবার সময় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক তাকে গুলি করলে তিনি মাটিতে পড়ে যান।
রাকিব হাসানের বাড়ি খুলনার রুপসা উপজেলার আইচগাতি এলাকায়, তি‌নিত আনোয়ার হোসেনের ছেলে।

গুলিবিদ্ধ যুবক ও এলাকাবাসীর বক্তব্য ভিন্ন হওয়ায় পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আজকের খুলনা
আজকের খুলনা