• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

নিজ চেম্বা‌রে খু‌মেক চি‌কিৎসক‌কে কুপিয়ে জখম

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওল‌োজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো: মোস্তফা কামাল। শনিবার দুপুর ২ টার দিকে ব্যক্তিগত চেম্বারে তার ওপর এ হমলা চালায় দুর্বৃত্তরা। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২ টার দিকে চিকিৎসক মোস্তফা কামাল ব্যক্তিগত চেম্বার ২২ কে,ডি,এ এভিনিউ ময়লাপোতায় রোগীদের সেবা দিচ্ছিলেন। এ সময়ে অজ্ঞাতনামা ৪-৫ জন চিকিৎসা সেবা নেওয়ার কথা বলে তার চেম্বারের ভেতর প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগে ওই অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশিয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে গুরুতর জখম করে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফিরে যান। পরবর্তীতে শারীরিক কষ্ট বেড়ে গেলে রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসার জন্য তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সাথে দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদ হওয়ার পরে তিনি দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে দ্বিতীয় স্ত্রীর সাথে রয়েছেন তিনি। প্রথম স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসীরা এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে  সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ব্যক্তিগত নম্বরে একাধিক বার ফোন করে তাকে পাওয়া যায়নি। তবে থানার কর্তব্যরত অফিসার এস আই মুক্তা এ প্রতিবেদককে জানান, এ সংক্রান্ত কোন তথ্য তিনি জানেনা না। এ ব্যাপারে থানায় কেউ কোন লিখিত অভিযোগ বা মামলা করেননি।ৃ

আজকের খুলনা
আজকের খুলনা