• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২  

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াত মাঠে নামলে রাজনৈতিক ভাবেই প্রতিহত করতে হবে। ওরা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না। ওরা জাতির জনকের উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিশ্বাস করে না। ওদের বিরুদ্ধেই আমাদের লড়াই। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। ২০২৩ সালের জাতীয় নির্বাচনে দেশের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়েই আওয়ামী লীগ পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়।

প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতি ইঞ্চি আবাদী জমি চাষের আওতায় আনা, বিএনপি ঘোষিত আগামী ১০ ডিসেম্বর আল্টিমেটাম রাজনৈতিকভাবে মোকাবেলা ও জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সংগঠনকে গতিশীল করে নির্বাচন মুখীকরণের লক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর আ’লীগ কার্যালয়ে খুলনা জেলা ও মহানগর কৃষক লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী। তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি’র কোনো কর্মসূচি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।  প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক। 

মহানগর কৃষক লীগের সভাপতি এড. একেএম শাহাজান কচি’র সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমনের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, রূপসা উপজেলা সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, তেরখাদা উপজেলা সভাপতি এস এম নাজমুল ইসলাম, শেখ ইলিয়াস হোসেন, বটিয়াঘাটা উপজেলা আহŸায়ক শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, সদস্য সচিব শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, দিঘলিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, জেলা নেতা আব্দুল মান্নান খান (মনা), ৩০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির হাসান, শরিফ রফিকুল ইসলাম, মোঃ জাকায়িয়া, ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, এস এম তারেক, মাহমুদুল হাসান শামীম, মোঃ জিয়াউদ্দিন, আজিজুর রহমান মোল­া, খান মোশারেফ হোসেন কুটি, মোঃ আনোয়ার হোসেন, হুমায়ুন কবির রাজা, আবু বকর সিদ্দিকী বাবুল, মোঃ সেলিম মোল­া, সামছুদ্দোহা বাঙালি, মোঃ লুৎফর রহমান, মোঃ দুলাল মলি­ক, মোঃ কবিরুল আলম, মোঃ মোয়াজ্জেম হোসেন, জাফরিনা মোড়ল প্রমুখ। 

সভা শেষে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাঃ হালিমা রহমানের স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুজিবর রহমান পাটোয়ারীর স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আজকের খুলনা
আজকের খুলনা