• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

নর্দান ইউনিভার্সিটি খুলনায় নাটক মঞ্চায়ন প্রতিযোগিতা

আজকের খুলনা

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের উদ্যোগে ‘নাটক মঞ্চায়ন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এটিএম জহিরউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. শাহ আলম, বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আশিকুদ্দিন মোহাম্মাদ মারুফ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. শাহজাহান কবির প্রমুখ।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা হীরক রাজার দেশে, ফেলুদার গোয়েন্দাগিরি, দ্যা মার্চেন্ট অব ভেনিস এবং মিস ভিক্টোরিয়া আ্যট দ্য সুন্দরবন (এ প্যাসেজ টু ইন্ডিয়া অনুকরণে) সহ বিভিন্ন নাটক মঞ্চায়ন করেন। নাটক মঞ্চায়ন প্রতিযোগিতার শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেন দেন।

আজকের খুলনা
আজকের খুলনা