• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

খুলনায় সিগারেট কোম্পানির এজেন্টকে জরিমানা, ২ জনের কারাদন্ড

আজকের খুলনা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২  

খুলনায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির এজেন্টকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও ২ জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার সন্ধ্যায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডলের তত্ত্বাবধানে নগরীর সোনাডাঙ্গা থানার আওতাধীন ১১ নং মোল্লা বাড়ী বাই লেন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল বলেন, বৃহস্পতিবার খুলনা মহানগরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সোনাডাঙ্গা থানার আওতাধীন ১১, মোল্লা বাড়ী বাই লেনে তৃতীয় তলায় ট্যাব ব্যবহার করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন ও বিনামূল্যে উপহার বিতরণ করার ল্যাপটপ,ট্যাব,ড্যামী সিগারেটের প্যাকেটসহ টুল বক্স, হেডফোন, ম্যাচ বক্স সহ সকল সামগ্রী প্রদর্শন করতে দেখা যায়।

এসময় ‘ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের খুলনা এজেন্টের ২জন প্রতিনিধিকে ১ লক্ষ টাকা জরিমানা ও প্রত্যেককে একমাস করে কারাদণ্ড এবং ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা