• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

নিরালা আবাসিকে দেহ ব্যবসা,এক নারী ও ৫ পুরুষ জেলহাজতে,

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২  

খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা করার অপরাধে এক নারী ও ৫ পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

মামলার বাদী নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হান্নান খুলনা থানার নন এফআইআর নং-২৩৭/২২ মূলে মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করেন। আদালতে বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। 

আসামিরা হলেন নগরীর কাশেম নগর ২নং সড়কের ইকতিয়ার হোসেন ওরফে ফজরের ছেলে এস এম শিহাবুজ্জামান ওরফে রিয়াল (২৯), নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার রোড নং-৯, বাড়ি নং-১৯ এর মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ আশিকুর রহমান আশিক (৩২), বুড়ো মৌলভী দরগা রোডের মোঃ লিয়াকত আলী শেখের ছেলে মোঃ নাজমুল শেখ (২৯),  নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের বাড়ি ভাড়াটিয়া মৃত কলিমউদ্দিন গাজীর ছেলে মোঃ খলিলুর রহমান (৫০), নতুন বাজার এ্যাপ্রোচ রোডের আব্দুল আজিজের ছেলে মোঃ আনারুল (৫০) ও বটিয়াঘাটা থানার জলমা ইউনিয়নের দাত্তলিয়া গ্রামের মৃত কালু সরদারের মেয়ে শারমিন (২৮)।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের ভাড়া বাড়িতে অভিযান চালায় নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হান্নান। এ সময় ওই বাড়ির নিচতলা থেকে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও ৫ পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালের ৪ ফেব্র“য়ারি সংশ্লিষ্ট এলাকার এক নিরাপত্তা প্রহরীর মেয়ে কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়। মোঃ শিহাবুজ্জামান ওরফে রিয়াল ওই গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি। 

আজকের খুলনা
আজকের খুলনা