• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় সারাদিন সূর্য্যের দেখা মেলেনি, পানির চাপে ভেঙেছে বেড়িবাঁধ

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২  

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকলীয় জেলা খুলনায় সারাদিন মেঘ বৃষ্টির লুকোচুরির খেলায় সূর্য্যের দেখা মেলেনি। কয়েকদিন ধরেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছিল। শনিবার দিবাগত গভীর রাত থেকে বৃষ্টির আধিক্য দেখা যায়। আজ রোববার সকাল থেকে কখনো মুষল ধারায়, কখনো ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। সারাদিনের বৃষ্টিতে সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। নিম্ন আয়ের মানুষদের বিপাকে পড়তে হয়েছে সবচেয়ে বেশি। বরাবরের মত এবারও খুলনা মহানগরীর অধিকাংশ সড়ক পানিতে নিমজ্জিত হয়েছে।

এদিকে, বৃষ্টির ফলে কৃষকের রোপা আমনের বীজতলার খুবই উপকার হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ডিজেল নির্ভর সেচ দেয়া কৃষকের জন্য দূরহ হয়ে পড়েছে। সেক্ষেত্রে টানা বৃষ্টিতে কৃষকের মঙ্গল হয়েছে। লঘুচাপের আগে বৃষ্টিশুণ্য শুষ্ক অবস্থায় ভূপৃষ্টে পানির স্থর নেমে যাওয়ায় অনেক স্থানেই পানি উঠছিল না। গত কয়েকদিনের বৃষ্টিতে নলকূপগুলো পানি পেয়েছে।

এদিকে, লঘুচাপ ও এর প্রভাবে বৃষ্টিতে উপকূলীয় নদনদীর পানি বেড়েছে। এতে উপকূলীয় বেড়িবাঁধগুলো রয়েছে চরম ঝুঁকির মধ্যে। কপোতাক্ষ, শাকবাড়িয়া ও কয়রা নদী ঘিরে আছে কয়রা উপজেলা। জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে। শনিবার দুপুরের জোয়ারে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কপোতাক্ষ নদীর জোয়ারের চাপে চরামুখা গ্রামের রিংবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ভেঙে যাওয়া বাঁধ নির্মাণ করলেও রোববারদুপুরের জোয়ারে আবারও ভেঙে প্লাবিত হয়। রিংবাঁধের অধিকাংশ জায়গায় মাটি বসে যাওয়ায় যেকোন মুহূর্তে আবারও ভেঙে যাওয়ার সম্ভবনা রয়েছে। আজ রোববার সকাল থেকে কয়রা সদর ইউনিয়নের ২ নং কয়রা গ্রামে বেড়িবাঁধের স্লুইসগেটর পাশ দিয়ে চুইয়ে পানি প্রবেশ করেছে। উত্তর বেদকাশি ইউনিয়নের কাটকাটা হরিহরপুর সড়কের দুই জায়গায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন দেখা দিয়েছে । মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি লঞ্চ ঘাট ও সুতির অফিস স্লুইসগেট সংলগ্ন শাকবাড়িয়া নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে যাওয়ার আশংঙ্কা রয়েছে। এছাড়া মহারাজপুর ইউনিয়নের পূর্ব মঠবাড়ি পোবনার ক্লোজার এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে।

আজকের খুলনা
আজকের খুলনা