• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন এই মহীয়সী নারী

আজকের খুলনা

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

খুলনা জেলা আ’লীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, জাতির পিতার নাম স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন তাঁর প্রিয় সহধর্মিণী। আমৃত্যু নেপথ্যে থেকে জীবন সঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন এই মহীয়সী নারী। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে বাস্তবোচিত ও দূরদর্শী সিদ্ধান্ত দিয়ে তিনি বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেওয়ায় অনন্য ও ঐতিহাসিক অবদান রেখেছেন। 

সোমবার বাদ মাগরিব খুলনা জেলা আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গমাতার ৯২তম জন্মদিন পালন উপলক্ষে দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 

জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড সুজিত অধিকারীর পরিচালনায় সভায় বক্তৃতা করেন এড. কাজী বাদশা মিয়া, এম এম মুজিবুর রহমান, এএফএম মাকসুদুর রহমান, এড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ সালাম, নিমাই চন্দ্র রায়, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান জামাল, এড. ফরিদ আহমেদ, যোবায়ের আহমদ খান জবা, সরদার আবু সালেহ, হালিমা ইসলাম, মোজাফফর মোল­া, মোখলেছুর রহমান বাবলু, মোঃ খায়রুল আলম, সাঈয়েদুজ্জামান সম্রাট, অসিত বরন বিশ্বাস, ফম সালাম, শিউলী সরোয়ার, আজগর বিশ্বাস তারা, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মানিকউজ্জামান অশোক, হোসনেয়ারা চম্পা, নাজনীন নাহার কনা, সাধন অধিকারী, এড. সেলিনা আক্তার পিয়া, এড. জেসমিন পারভীন জলি, শামসুন্সনাহার ময়না, এড. পলাশী, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, দেব দুলাল বাড়ই বাপ্পি, মাহফুজুর রহমান সোহাগ, পারভেজ আলম হাওলাদার, মোঃ ইমরান হোসেন, মোঃ মারুফ হোসাইন, সম্রাট, খায়রুল বাশার, পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ, ইমন, বিশ্বজিৎ প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা