• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ডিজিটাল প্রযুক্তিতে নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মশালা

আজকের খুলনা

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

ডিজিটাল প্রযুক্তিতে নারীর অংশগ্রহণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা আজ মঙ্গলবার (০৫ জুলাই) খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মোঃ ইব্রাহিম হোসেন, সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ড. এমএ রফিক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি খুলনার রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাসেম আলী আকাশ।

কর্মশালায় অতিথিরা বলেন, সরকারের ১২২টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, যার অনেকগুলো নারীদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করে। তাঁরা বলেন, নারীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ দরকার। কমিউনিটি রেডিওর মাধ্যমে নারীদের ডিজিটাল প্রযুক্তিতে উৎসাহিত করা যেতে পারে। কারণ মোবাইলেও এখন রেডিও এ্যাপস পাওয়া যায়।  

কর্মশালায় অংশগ্রহণকারীরা চারটি গ্রæপে ভাগ হয়ে আধুনিক প্রযুক্তিতে নারীদের কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে মতামত তুলে ধরেন। খাদ্য নিরাপত্তায় বীজের ভাল মান এবং সহজলভ্যতা যেমন জরুরি তেমনি নিরাপদ তথা স্বাস্থ্যকর খাবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা কৃষিতে নারীর অংশগ্রহণকে আরো এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তিকে সহজলভ্য করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা অংশ নেন।

আজকের খুলনা
আজকের খুলনা