• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

আজকের খুলনা

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। অভিযানে দৌলতপুরের দিয়ানা এলাকায় মোড়কে মেয়াদ, মূল্য উলে­খ না করা, নোংরা ও অস্বাস্ত্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণ করায় দৌলতপুর বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশ কিছু মুদির দোকানে তদারকি মূল্য তালিকা প্রদর্শন করাসহ ক্রয় রশিদ সংরক্ষনের নির্দেশনা দেয়া হয়। 

এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন দৌলতপুর থানা, খুলনা ক্যাব প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা