• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় জাতীয় ভোক্তা অধিকারের তদারকিমূলক অভিযান, জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ২২ জুন ২০২২  

খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। অভিযানে মূল্য তালিকা না ও ফ্রিজে বাসী খাবার সংরক্ষণের দায়ে শিশু হাসপাতাল ক্যান্টিনকে ৫ হাজার এবং সাত রাস্তা মোড়ে ১২৪২ টাকার এলপিজি গ্যাস (১২ কেজি) ১২৫০ টাকা বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ মোড়কজাত খাদ্য ফ্রিজে সংরক্ষণের দায়ে মীম ডিপার্টমেন্ট স্টোরের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরমনি, খুলনা ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা