• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ধূমপান ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

আজকের খুলনা

প্রকাশিত: ৭ জুন ২০২২  

খুলনার ফুলবাড়িগেট এলাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রণে সোমবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে খুলনার খানজাহান আলী থানার আওতাধীন এলাকার বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন করতে দেখা যায়। এই কর্মকান্ড-ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ ও (সংশোধনী) ২০১৩ অনুযায়ী অপরাধ হওয়ায় যথাযথ অভিযোগ আমলে নেওয়া হয় এবং অভিযোগ গঠন পূর্বক আসামির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে জরিমানা করা হয়। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত আইনের সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় ৩ জনকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সিগারেটের অবৈধ বিজ্ঞাপন জব্দ করে অপসারণ করা হয়। 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনা মোঃ মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডলের তত্ত¡াবধানে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

 মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন আনসার ও ভিডিপি’র একটি চৌকস দল এবং তামাক নিয়ন্ত্রণে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সদস্য এবং এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক। তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

আজকের খুলনা
আজকের খুলনা