• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় গুলি করে পালাচ্ছিল সন্ত্রাসী, ধরলেন সার্জেন্ট রেকসনা

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২  

নিজের জীবন বিপন্ন করে দুটি রিভলবার, ১১ রাউন্ড গুলি ও বোমাসহ সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে অনন্য সাহসিকতা দেখিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের নারী সার্জেন্ট রেকসনা। সোমবার সন্ধ্যায় নগরীর সরকারী মহিলা কলেজের সামনে (বয়রা গার্লস কলেজ) সাইদুর রহমান শাওন নামে এক যুবককে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা গুলি করার সময় সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট রেকসানা দুই কনস্টেবলসহ দৌড়ে গিয়ে সন্ত্রাসী কালা চাঁন ওরফে সবুজকে (৩৫) জাপটে ধরেন। এসময় তার কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক বিদেশী রিভলবার, একটি পিস্তল ও ১১ রাউন্ড গুলি ও হাত বোমা। পরে খালিশপুর থানায় তাকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সার্জেন্ট রেকসনা জানান, আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য বোধ থেকে সন্ত্রাসীকে গ্রেফতার করেছি। এক্ষেত্রে অন্য কোনো কিছু ভাবিনি। দায়িত্ব পালনের সময় কখনোই মনে হয় না আমি একজন নারী। আমি একজন পুলিশ সদস্য, এটা ভেবে সব সময় গর্ব অনুভব করি।

মাগুরার মেয়ে রেকসনা, ২০১৮ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশ এ সার্জেন্ট পদে যোগদান করেন।

 

আজকের খুলনা
আজকের খুলনা