• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দুই স্থাপনার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা কেডিএ`র

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

নোটিশ প্রাপ্তির পরও আইন অমান্য ও অননুমোদিতভাবে নির্মিত অংশ অপসারন না করায় নগরীতে দুই খেলাপী স্থাপনার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) কেডিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করে।

জানা গেছে, খুলনা সদর থানার অন্তর্গত বানিয়াখামার মৌজাধীন আরএস দাগ নং-২১৩৬৫ (অংশ) এর উপর মোঃ ওয়াসেপ আলী বিশ্বাস ও মিসেস পলি এবং দৌলতপুর থানার অন্তর্গত পাবলা মৌজাধীন আর এস দাগ নং-২৬৩ (অংশ) এর উপর প্রশান্ত হালদার খেলাপী স্থাপনা নির্মাণ করে। ফলে তাদের বিরুদ্ধে নোটিশ প্রদান করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। নোটিশ প্রাপ্তির পরও আইন অমান্য করায় ও অননুমোদিতভাবে নির্মিত অংশ অপসারন না করায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের কাছ থেকে মোট ৫০ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় কেডিএ’র অথরাইজড অফিসার ও ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। এ সময়ে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ সহযোগীতা করেন।

আজকের খুলনা
আজকের খুলনা