• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পুরস্কারে ভূষিত খালিশপুর ও খানজাহান আলী থানা পুলিশ

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

খালিশপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও খানজাহান আলী থানা পুলিশ অস্ত্রসহ একজন গ্রেফতার করায় পুরস্কারে ভূষিত হলেন কর্মকর্তারা। সোমবার দুপুর ২টায় সদর দপ্তরে অনাড়ম্বর অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

খালিশপুর থানার দুইটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী এফ এম হাদিউজ্জামান ওরফে আরিফ (৪৫)-কে কুষ্টিয়া থেকে দু’টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন, দু’টি গুলির খোসাসহ গ্রেফতার করে খালিশপুর থানা পুলিশ। এর স্বীকৃতি স্বরূপ থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন, এসআই আঃ হালিম, এসআই রফিকুল ইসলাম, এসআই আজাদুর রহমান এবং এএসআই নুরুজ্জামানকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। 

 

অন্যদিকে  গত ১০ অক্টোবর দুপুরে অস্ত্র-গুলিসহ জনি সরকার (৩৫) নামে ১ জনকে গ্রেফতার করে খানজাহান আলী থানা পুলিশ। এ সময় জনির কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারের স্বীকৃত স্বরূপ থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, এসআই মোঃ রাকিবুল ইসলাম, এএসআই খসরু পারভেজ, এএসআই গাজী ফেরদৌস, কনস্টেবল মিজানুর রহমান এবং কনস্টেবল সাইফুর রহমানকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। 
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম ও ডেপুটি কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।

আজকের খুলনা
আজকের খুলনা