• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাংলাদেশের অমিত সম্ভবনাকে মুছে ফেলতে শেখ রাসেলকে হত্যা : খা‌লেক

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ’৭১-এর পরাজিত শত্রুরা বাংলাদেশের অমিত সম্ভবনাকে চিরতরে মুছে ফেলতে শেখ রাসেলকে হত্যা করেছে। তারা শেখ রাসেলকে শুধু হত্যাই করেনি, তারা বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল সেই অগ্রযাত্রায় পরাজিত শত্রুরা ঈর্ষান্বিত হয়ে বঙ্গবন্ধুসহ শেখ রাসেলকে হত্যা করে। এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে শতবর্ষ পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে উন্নয়নের সফলতা ছড়িয়ে পড়েছে। তিনি কোন ঈর্ষার জায়গা থেকে নয়; দেশের প্রচলিত আইনের মাধ্যমেই সকল হত্যার সুষ্ঠু বিচার করেছেন। তিনি শেখ রাসেলের রক্তের প্রতি সম্মান জানিয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে আত্মত্যাগী হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সোমবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী, শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্ম দিবসে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর মো. আনিছুর রহমান বিশ্বাষ, এস এম আকিল উদ্দিন, নুরুল ইসলাম বাদশা, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, শেখ পীর আলী, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. এবিএম আদেল মুকুল, মীর বরকত আলী, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, বাবুল সরদার বাদল, এমরানুল হক বাবু, ফয়োজুল ইসলাম টিটো, নজরুল ইসলাম তালুকদার, মো. আজম খান, মো. সিহাব উদ্দিন, হাফিজুর রহমান হাফিজ, নূরানী রহমান বিউটি, নুর জাহান রুমী, নাসরিন সুলতান, আইরিন চৌধুরী, হাফেজ আব্দুর রহিম, মো. জিলহজ্জ হাওলাদার, মো. শহীদুল হাসান, মাহমুদুর রহমান শাওন, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেস, এম এম হাসান সবুজ, নিশাত ফেরদৌস অনি, ওমর কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আ‌গে সকাল ৭টায় খুলনা সার্কিট হাউজে শেখ রাসেল কমপ্লেক্সে এবং দলীয় কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিকাল ৪টায় আলোচনা সভা শেষে দোয়া মাহফিল শেষে জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা