গত বছরের চেয়ে এবার প্রবৃদ্ধি ২.১০ শতাংশ
আজকের খুলনা
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের (২০২০-২১) প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ শতাংশ পিছিয়ে রয়েছে। যা টাকার অঙ্কে যা প্রায় ৩৩ হাজার কোটি। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে ২ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আলোচ্য সময়ে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪১ হাজার ২২৫ কোটি ১১ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা।
চলমান করোনা মহামারীর কারণে রাজস্ব আদায়ে এ ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন এনবিআর’র কর্মকর্তারা। তারা বলছেন, বছরের শুরুতে এমনিতেই রাজস্ব আদায়ে ধীরগতি থাকে। এবার এর সঙ্গে যোগ হয়েছে করোনা পরিস্থিতি। দেশে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। অন্যদিকে মহামারী সামাল দিতে খাদ্যসহ ভোগ্যপণ্য, সুরক্ষাপণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ভ্যাট-ট্যাক্সে ছাড় দেয়া হয়েছে। তবে বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করায় সামনের দিনগুলোতে রাজস্ব আদায় বৃদ্ধির প্রত্যাশা করছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, করোনার এই সময়ে ব্যবসা বাণিজ্যের গতি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। গত অর্থবছর যেখানে ঋণাত্বক প্রবৃদ্ধি দিয়ে শেষ হয়েছে, সেখানে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পজিটিভ প্রবৃদ্ধি নিঃসন্দেহে অর্থনীতির জন্য ইতিবাচক। এই ধারা অব্যাহত রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে ভ‚মিকা রাখতে হবে।
অন্যদিকে সরকার নিজস্ব খেয়ালমতো বাজেট করায় রাজস্ব আদায়ে মোটা অংকের ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি বলেন, এ বছর রাজস্ব আহরণে বিশাল একটা ঘাটতি হবে এটা আমরা জানতাম। তার পরও সরকার নিজস্ব খেয়ালমতো বাজেট করে। সবাই বলেছিল এটা অর্জন সম্ভব নয়। এখন সেটাই প্রমাণ হচ্ছে। আমাদের হিসাবে অর্থবছর শেষে ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হবে। রাজস্বে গতি আনতে বর্তমানে নতুন করে কিছু করার নেই। এ সময়ে অর্থনীতি খুব দুর্বল অবস্থায় রয়েছে বলে মনে করেন তিনি।
এনবিআরের রাজস্ব আহরণের সাময়িক বিবরণীর তথ্য বলছে, ছয় মাসে আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্ব খাতে ৪৬ হাজার ১৯৭ কোটি ১৯ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৩ হাজার ৬০৮ কোটি ৮৫ লাখ টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ দশমিক ২৫ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ৬ দশমিক ৬৬ শতাংশ। স্থানীয় পর্যায়ে মূসক খাতে ৫২ হাজার ৮৩৭ কোটি ৯৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪০ হাজার ৬২৪ কোটি ২২ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ১২ শতাংশ রাজস্ব আদায় কম হয়েছে। এমনকি গত অর্থবছরের একই সময়ের তুলনায়ও এক্ষেত্রে রাজস্ব কমেছে ৩ দশমিক ৩৬ শতাংশ। আয়কর ও ভ্রমণ কর বাবদ ৪২ হাজার ১৮৯ কোটি ৯৯ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৩৪ হাজার ২৩৮ কোটি ৬৪ লাখ টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ দশমিক ৮৫ শতাংশ রাজস্ব কম আদায় হয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৩ শতাংশ।
এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম স¤প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে আছি। তবে করোনাজনিত পরিস্থিতিতে অর্থনীতির যে অবস্থা, তাতে গত বছরের চেয়ে এগিয়ে আছি, সেটা আশাব্যঞ্জক। আশা করছি ভবিষ্যতে প্রবৃদ্ধি আরো ভালো হবে।
অন্যদিকে অর্থনীতির গতি কমে যাওয়ার কারণেই রাজস্ব আহরণ কমেছে বলে মনে করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, করোনার মধ্যেই চলতি বাজেট দেয়া হলেও রাজস্ব আয়ের ক্ষেত্রে অস্বাভাবিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বৈশ্বিক মহামারীকে বিবেচনায় নিয়ে একটা অন্তবরর্তীকালীন বাজেট দেয়ার কথা উঠলেই শেষ পর্যন্ত স্বাভাবিক বাজেটই দেয়া হয়। সরকার মনে করেছিল অল্প দিনেই করোনা চলে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি, এখনো করোনা বিদ্যমান। করোনায় মানুষের আয় কমেছে, একেবারে যেটুকু না কিনলেই নয় সেটুকু কিনছে। ফলে অর্থনীতিতে কোনো গতি নেই। তাই রাজস্বও কম আদায় হচ্ছে।
তিনি বলেন, অর্থনীতিতে গতি সঞ্চারের জন্য প্রণোদনা দিচ্ছে সরকার। কিন্তু সে প্রণোদনা শুধু বড় ব্যবসায়ীরাই পাচ্ছেন। ব্যাংকগুলো প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনার ঋণ দিচ্ছে না। প্রণোদনার আওতায় সিএমএসএমই খাতে চলতি মূলধন দেয়ার জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সেগুলো ঠিকমতো বিতরণ হচ্ছে না। ফলে অর্থনীতিতে গতি আসছে না বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, চলতি অর্থবছরে সরকারের মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা। এখান থেকে এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

- মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০ দিনব্যাপী আয়োজন
- দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অবস্থানে বাংলাদেশের অর্থনীতি
- ‘দেশেই তৈরি হবে বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারী বাস’
- দুই পক্ষের স্বার্থে গুগলকে চুক্তির প্রস্তাব বাংলাদেশের
- কয়েকটি দেশের ভিসার জন্য করোনা টিকা বাধ্যতামূলক হচ্ছে
- ভাসানচরে পৌঁছেছে আরও ১৭৫৯ রোহিঙ্গা
- ভাঙা লিপস্টিক জোড়া লাগানোর দারুণ টিপস
- মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন হলো জুমার দিন
- বুক জ্বালাপোড়া কমাবে ঘরোয়া কৌশল
- ঘরের মাঠে এ কী হাল চ্যাম্পিয়নদের!
- ১০ তরুণ উদ্ভাবককে প্রশিক্ষণ দেবে কোরিয়া
- আলোচনার মাধ্যমে প্রতিবেশী দেশের সমস্যা সমাধান করা উচিত
- শেষ হলো বিমান বাহিনীর ‘উইনটেক্স-২০২১’ মহড়া
- জিন্স রাখুন নতুনের মতো
- জুমার দিনে মৃত্যুবরণের আলাদা কোনো ফজিলত আছে কি?
- যেসব পুষ্টিগুণে ভরপুর ‘সুপারফুড’ তিসির বীজ
- দুই বছর পর সেই মসজিদে মুশফিকরা
- অগ্নিঝরা ৫মার্চ:
বাঁশের লাঠি তৈরি কর, পূর্ব বাংলা স্বাধীন কর - অ্যাপস তৈরিতে তরুণদের দক্ষ করতে পারলে বিলিয়ন ডলার অর্জন সম্ভব:পলক
- বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০ দিনের আয়োজন
- এ সময় ডায়রিয়া হলে যা করবেন
- শুক্রবার রাতের ফজিলতপূর্ণ ইবাদত
- ১০ রোগ থেকে মুক্তি দেবে বরই
- পাকিস্তানকে বাদ দিয়ে নিজের দেশকে ভালোবাসুন : নাফীস
- আজকের এই দিনে:
অগ্নিঝরা ৫ মার্চ, ১৯৭১ - মেগা প্রকল্প:
জাপান থেকে দেশের পথে মেট্রোরেলের প্রথম কোচ - আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ পরিষদের সদস্য হলো বাংলাদেশ
- ছুটির দিনে পাতে থাক শুটকি ও টাকি মাছের ভর্তা
- হাদিসের আলোকে রাগ দমনে করণীয়
- অ্যাকজিমা সারাতে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করবেন যেভাবে
- দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করছে: প্রধানমন্ত্রী
- অ্যাকজিমা সারাতে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করবেন যেভাবে
- বিমানের বহরে যোগ হচ্ছে ‘শ্বেতবলাকা’
- অগ্নিঝরা মার্চ: ৪ মার্চ, ১৯৭১
- ক্যান্সার প্রতিরোধ করবে সাদা পেঁয়াজ
- জামায়াত-বিএনপির দেশবিরোধী এজেন্ডা নিয়ে মাঠে আল-জাজিরা
- দেশে আলজাজিরার সম্প্রচার বন্ধে রিটের শুনানি আজ
- টেলিগ্রামে `লাস্ট সিন` বন্ধ করবেন যেভাবে
- যে ভুলে হারল বাংলাদেশ
- বান্ধবীর ওষুধ খেয়ে নিষিদ্ধ আয়াক্স গোলরক্ষক
- শিশুর সুস্বাস্থ্যে ডাবের পানি
- জামা-জুতা কেনার টাকা পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা
- কানের ব্যথা নিরাময়ে রসুন ও তিলের তেল
- এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- মানবতাবিরোধী অপরাধ, ৯ জনের বিরুদ্ধে রায় আজ
- মজাদার ‘চকলেট সন্দেশ’ তৈরি করুন ঘরেই
- জুমআর নামাজের খুতবাহ শোনার বিশেষ আদব
- কলার থোড়-এর বিভিন্ন উপকারীতা ও গুণাবলি
- নাক ডাকার সমস্যা দূর হবে লবণ পানিতে
- বাংলাদেশ থেকে ধানের উন্নতজাত নিতে চায় নেপাল
