• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

৫ মেট্রিক টন জাটকা জব্দ, আটক ৬

আজকের খুলনা

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পাঁচ মেট্রিক টন জাটকাসহ ছয়জনকে আটক করা হয়েছে। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ও লৌহজং উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে এক ট্রাক ও দুই ট্রলারসহ পাঁচ মেট্রিক টন জাটকা জব্দ করে। এ সময় জাটকা বহনের অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার বলেন, বুধবার ভোরে লৌহজংয়ের পদ্মার বিভিন্ন পয়েন্টে নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধ জাটকা ইলিশসহ দুটি ট্রলার জব্দ করে। পরে শিমুলিয়া ঘাট থেকে আরও একটি জাটকাভর্তি ট্রাক জব্দ করা হয়। দুটি ট্রলার ও এক ট্রাক থেকে পাঁচ মেট্রিক টন জাটকা উদ্ধার করা হয়। পরে এসব জাটকা মাদরাসার এতিম ও স্থানীয় গরিবদের মাঝে বণ্টন করে দেয়া হয়। আটক ছয় ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ট্রলার দুটি পদ্মা নদী থেকে রাতভর জাটকা ধরে মাওয়া মৎস্য আড়তের দিকে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। ট্রাকটি শরীয়তপুর থেকে ঢাকার কারওয়ান বাজারে জাটকা নিয়ে যাচ্ছিল। এ সময় নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে পাঁচ মেট্রিক টন জাটকাসহ ওই ট্রাক ও ট্রলার থেকে ছয় ব্যক্তিকে আটক করে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব জাটকা গরিবদের মাঝে বিলিয়ে দেয়া হয়।মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ট্রলার দুটি পদ্মা নদী থেকে রাতভর জাটকা ধরে মাওয়া মৎস্য আড়তের দিকে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। ট্রাকটি শরীয়তপুর থেকে ঢাকার কারওয়ান বাজারে জাটকা নিয়ে যাচ্ছিল। এ সময় নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে পাঁচ মেট্রিক টন জাটকাসহ ওই ট্রাক ও ট্রলার থেকে ছয় ব্যক্তিকে আটক করে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব জাটকা গরিবদের মাঝে বিলিয়ে দেয়া হয়।

আজকের খুলনা
আজকের খুলনা