• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

৫ নীরব লক্ষণ ত্বকের ক্যান্সারের

আজকের খুলনা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮  

শেভিংয়ের সময় আপনার গাল থেকে রক্ত ঝরে? অথবা আপনার কি অস্বাভাবিক তিল আছে? অথবা কোনো ব্রণ কি দীঘির্দন ধরে আছে? এসব কিন্তু স্কিনের অথার্ৎ ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে। এ প্রতিবেদনে ত্বকের ক্যান্সারের ৫টি নীরব লক্ষণ ও ৭টি ঝুঁকি আলোচনা করা হলো।

 

* আঁচিল বা তিল

যখন আপনি ত্বকের ক্যান্সারের কথা ভাববেন, আপনি বাদামি বা কালো আঁচিল বা তিলের ওপর লক্ষ্য করবেন। ত্বকের ক্যান্সারের বিভিন্ন ধরন রয়েছে। প্রধান প্রধান ধরন হচ্ছে ব্যাসাল সেল, স্কোয়ামাস ও মেলানোমা। ব্যাসাল সেল হচ্ছে সবাির্ধক কমন ধরন। দ্বিতীয় হচ্ছে স্কোয়ামাস সেল, স্কিন ক্যান্সার ফাউন্ডেশন রিপোটর্ অনুসারে। মেলানোমা বিরল, কিন্তু সবচেয়ে মারাত্মক। মেলানোমা নিণীর্ত হওয়া ১৯ জনের মধ্যে একজন মারা যায়, যেখানে ব্যাসাল সেল বা স্কোয়ামাস ক্যান্সারে আক্রান্ত ৩০০ জনের মধ্যে একজন মারা যায়। যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা সােিজর্কল ও কসমেটিক ডামোর্টালজিস্ট অ্যাডেলে হেইমোভিক বলেন, ‘সমস্যা শনাক্তকরণ গুরুত্বপূণর্।’ কিছু মেলানোমা তিল বা আঁচিল প্রকৃতপক্ষে ত্বকের বণের্র মতো হতে পারে অথবা ফ্যাকাশে লালÑ তারা অ্যামেলাটিক মেলানোমা নামে পরিচিত। এই টাইপের মেলানোমা শনাক্ত করা চ্যালেঞ্জিং, কারণ আমরা ধারণা করি যে এটি নিরীহ বাম্প। এ কারণে ডামোর্টালজিস্ট দ্বারা নিয়মিত ত্বক পরীক্ষা করা উচিত।

 

* শেভিংয়ে সমস্যা

যদি দেখেন যে শেভ করার পর রক্তক্ষরণ হচ্ছে, তাহলে এটি অবহেলা করার মতো বিষয় নয়। ডা. হেইমোভিক বলেন, ‘ব্যাসাল সেল কােিসর্নামা এবং স্কোয়ামাস সেল কােিসর্নামার কারণে শেভিংয়ের পর রক্ত ঝরতে পারে অথবা অন্যান্য ছোট ট্রমা হতে পারে এবং কখনো কখনো কোনো উদ্দীপক ঘটনা ছাড়াই স্বতঃস্ফূতর্ভাবে রক্তক্ষরণ হতে পারে। এরকম হয়, কারণ ত্বকের ক্যান্সার ত্বককে সুস্থ ত্বকের তুলনায় অধিক ভঙ্গুর করে।’

 

* পারিবারিক ইতিহাস

মেলানোমা নিণীর্ত হওয়া প্রতি দশজনের মধ্যে একজনের মেলানোমার পারিবারিক ইতিহাস থাকে। ফ্যামিলিয়াল ম্যালিগন্যান্ট মেলানোমা পরিবারকে নিদের্শ করে, যেখানে দুই বা তার অধিক ফাস্টর্-ডিগ্রি রিলেটিভের (যেমন- মা, বাবা, ভাই, বোন বা সন্তান) মেলানোমা থাকে। ফ্যামিলিয়াল ম্যালিগন্যান্ট মেলানোমা মেলানোমার ঝুঁকি ৫০ শতাংশ বৃদ্ধি করে।

 

* চলে যাচ্ছে না এমন ফুসকুড়ি বা ব্রণ

ডা. হেইমোভিক বলেন, ‘ব্যাসালসেল কােিসর্নামা দেখতে সাদা বা ত্বকের মতো রঙের কিংবা ফ্যাকাশে লাল হতে পারে, যা নিজে নিজে চলে যায় না অথবা একই জায়গা আবার হয় না।’ সাধারণত ফুসকুড়ি বা ব্রণ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নিজে নিজে চলে যায়, যদি কোনো ফুসকুড়ি বা ব্রণের বেশি সময় থাকে, তাহলে তা ডামোর্টালজিস্ট দ্বারা পরীক্ষা করানো উচিত।

 

* নখের ওপর কালো দাগ

যদি আপনি হাতের আঙুল অথবা পায়ের আঙুলের ওপর কালো ভােিটর্কল দাগ দেখেন, তাহলে আপনি ভাবতে পারেন যে কোথাও আঘাত পেয়ে এমন হয়েছে। কিন্তু ভালো করে লক্ষ্য করুন। ডা. ওয়াং হাবার্ল স্কিনকেয়ারের প্রতিষ্ঠাতা স্টিভেন ওয়াং বলেন, ‘যদি নখের ওপর সৃষ্ট দাগটিতে বাদামি বা কালো বণের্র বিভিন্ন শেড থাকে, তাহলে তা উদ্বেগের বিষয়। এ ছাড়া দাগটির দৈঘ্র্য তিন মিলিমিটারের বেশি হবে, যা আরেকটি উদ্বেগীয় বৈশিষ্ট্য।’

 

* একটি তিল অন্যগুলোর মতো নয়

ডা. ওয়াং বলেন, ‘অনেক তিলের মাঝে একটি লালচে বা হালকা বাদামি বণের্র তিল ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে। ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত একটি তিল অন্যান্যের থেকে আলাদা হবে। তিলের সাধারণ প্যাটানের্র মধ্যে কোনো তিল অস্বাভাবিক বা অপেক্ষাকৃত বড় হলে ডামোর্টালজিস্টের শরণাপন্ন হোন, তিনিই নিণর্য় করতে পারবেন এটি আসলেই ক্যান্সার কিনা।

আজকের খুলনা
আজকের খুলনা