• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

২৩ রমজানে নাজাত লাভের দোয়া

আজকের খুলনা

প্রকাশিত: ৬ মে ২০২১  

পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। শেষ ৯ বা ১০ দিন নাজজাতের। এই দিনগুলোতে আল্লাহকে সন্তুষ্ট করতে অনেক বেশি ইবাদত করা উচিত। রমজানের শেষ দশকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য দশকের তুলনায় অধিক পরিমাণে ইবাদত করতেন।

নাজাতের তৃতীয় রমজান আজ। রমযানের শেষ দশকে আল্লাহ তায়ালা অধিক পরিমাণে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা তথা নাজাত দেন বলেই মূলত এ দশকের নামকরণ ‘নাজাত’ হয়েছে। রমজানের ২৩তম দিনে আল্লাহর নৈকট্য অর্জনে শয়তানের আধিপত্য থেকে মুক্ত থেকে জান্নাত লাভের জন্য এ দোয়া পড়তে পারেন-

উচ্চারণ: আল্লাহুম্মাগ সিলনি ফিহি মিনাজ জুনুব; ওয়া ত্বাহ্‌হিরনি ফিহি মিনাল উ’য়ুব; ওয়ামতাহিন ক্বালবি ফিহি বি-তাক্বওয়াল ক্বুলুব; ইয়া মুক্বিলা আ’ছরাতিল মুজনিবিন।

অর্থ: হে আল্লাহ! আমার সকল গোনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আমাকে সব দোষ-ত্রুটি থেকে পবিত্র কর। আল্লাহভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ কর। হে অপরাধীদের ভুল-ত্রুটি মার্জনাকারী।

আজকের খুলনা
আজকের খুলনা