• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

হনুমান তাড়াতে বাঘের বেশে কুকুর!

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

হনুমানের উত্পাতে নষ্ট হচ্ছিল খেতের ফসল। আর তাই চিন্তায় পড়ে গিয়েছিলেন কৃষকরা। সর্বশেষ সবাই মিলে এক নকল বাঘের ব্যবস্থা করেন। একটি কুকুরের গায়ে বাঘের মতো রঙ করে দেন এলাকাবাসী।

এ ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের তীর্থহালি তালুকের নালুরু গ্রামে।

জানা যায়, প্রথমে গ্রামবাসী ব্যবহার করছিলেন একটি বাঘের পুতুল। খেতের কাছে সেটি উঁচু জায়গায় রেখে দেন কৃষক শ্রীকান্ত। তা দেখে ফসলের দিকে ঘেঁষার সাহস পাচ্ছিল না হনুমানগুলো। এই কৌশল দিন দুয়েক পরে অন্য একটি জমিতেও একই পদ্ধতি ব্যবহার করেন। সেখানেও ফলাফল একই।

‘বাঘ’ ব্যবহারের কৌশল দু’বার কাজে দিলেও বেশিদিন যে এটা চলতে পারে না, সেটাও বেশ জানতেন এলাকাবাসী। আর তাই তারা কৌশলে কিছুটা পরিবর্তন আনেন। একটি কুকুরকে বাঘের মতো ডোরাকাটা রঙ করেন। কুকুরটির গায়ে কলপের কালো রং মাখিয়ে দেন। দূর থেকে তার ডোরাকাটা দাগ দেখলে মনে হবে সত্যিই যেন একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে।

গ্রামবাসীর এ কৌশল ভালোই কাজে দিয়েছে। বাঘ সেজে কুকুরটি খেতের চারদিকে ঘুরে বেড়ায় আর তার ভয়ে হনুমান ফসলের ধারে কাছেও ঘেঁষার সাহস করে না।

আজকের খুলনা
আজকের খুলনা