• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সরকার সবসময় আপনাদের পাশে আছে

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের চিন্তার কোন কারণ নেই। সরকার সবসময় আপনাদের পাশে আছে। তিনি প্রথমে তার ভাষণের শুরুতে নববর্ষের শুভেচ্ছা এবং বাংলাদেশের সার্বজনীন এই উৎসবকে স্বরণ করেন।

ভাষণে তিনি করোনা পরিস্থিতির কারণে গত বছরও নববর্ষ ঘরোয়াভাবে উদযাপিত হয়েছে উল্লেখ করে বলেন, এবার করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। সে কারণে আমরা ঘরে বসে পহেলা বৈশাখ উদযাপন করবো টেলিভিশনের মাধ্যমে এবং পরিবারের সদস্যদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপনের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী করোনা প্রেক্ষিতে লকডাউনের প্রসঙ্গ উত্থাপন করেন।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, এটি এমন একটি ব্যধি যেখানে স্বাস্থ্যবিধি মানা ছাড়া আর কোন উপায় নেই। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শে   বাংলাদেশে অনেক কিছু সীমিত করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি জানি এর ফলে দরিদ্র, নিম্ন আয়ের মানুষের দূর্ভোগ এবং কষ্ট হবে। কিন্তু তিনি বলেন জীবন সবার আগে। জীবন বাঁচলে সবকিছু ঠিক করে নেয়া যাবে। আর এ কারণেই তিনি সকলকে এই সরকারের সীমিতকরণ সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা সংক্রমণ শুরুর পর থেকে সরকার বিভিন্নরকম সাহায্য এবং প্রণোদনা দিচ্ছে। এটি অব্যহত থাকবে। এবারেও দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আপনারা উদ্বিগ্ন হবেন না। এই পরিস্থিতি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে।

আজকের খুলনা
আজকের খুলনা