• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সরকারি ৬৭ বস্তা চাল উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

ময়মনসিংহের গৌরীপুরে এক ব্যবসায়ীর দোকান থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

অভিযুক্ত ব্যবসায়ীর নাম ফজলু মুন্সী। তার বাড়ি মাওহা ইউনিয়নের তাতিরপায়া গ্রামে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন চালের বস্তা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা বাজারে ফজলু মুন্সীর চালের দোকান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় তার দোকানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে মজুদ করা হয়েছে। পরে সোমবার রাত ১১টায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ভুটিয়ারকোনা বাজারে অভিযান চালায়। অভিযানে ফজলু মুন্সীর দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজির ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন জানান, ৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। পুলিশ জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা