• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা

আজকের খুলনা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার কারণেই নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ দেশকে জিতিয়ে চলেছেন তিনি। তিনি হয়ে উঠেছেন সবার নেতা। সেই নেতার আজ (৫ অক্টোবর) শুভ জন্মদিন।

১৯৮৩ সালের এই দিনে নড়াইলের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বিন মর্তুজার বাবার নাম গোলাম মর্তুজা স্বপন। মায়ের নাম হামিদা মর্তুজা বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়। তিনি আজ ৩৬ পেরিয়ে ৩৭ বছরে পা রাখলেন। 

অসামান্য ব্যক্তিত্বসম্পন্ন এ ক্রিকেটারের ছেলেবেলা কেটেছে চিত্রা নদীতে সাঁতার কেটে। স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে যাওয়া ছেলেটি আজ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। পাড়ার মাঠে বল হাতে গতি ছোটানো মাশরাফি প্রথমে সুযোগ পান অনূর্ধ্ব-১৯ দলে। সেখান থেকেই তিনি চোখে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের। তার হাতে পড়েই ক্যারিয়ার বদলে যায় মাশরাফির। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি প্রথম শ্রেণির কোনো ম্যাচ না খেলেই টেস্টে অভিষিক্ত হন।

এক নজরে মাশারাফির বোলিং পরিসংখ্যান-

টেস্ট-৭৮ উইকেট (৩৬ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৪/৬০

ওডিআই-২৬৬ উইকেট (২১৭ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৬/২৬

টি-টোয়েন্টি-৪২ উইকেট (৫৪ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৪/১৯

আজকের খুলনা
আজকের খুলনা