• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় নবান্ন উৎসব অনুষ্ঠিত

আজকের খুলনা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার রূপসায় নতুন শস্য কর্তন ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রূপসা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পংকজ কান্তি মজুমদার।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যার কারণে দেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লার পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরিদুজ্জান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিঘলীয়া উপজেলার ইউএনও হাফিজ আল আসাদ, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, নারী ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এছাড়া আরও বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন ও শিউলী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, নারী বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, পিআইও মো. আরিফ হোসেন, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জি, তথ্যসেবা কর্মকর্তা সোনিয়া আক্তার প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা