• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভূমিকম্পে কাঁপল ভূস্বর্গ

আজকের খুলনা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯  

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীর। একইসঙ্গে পাকিস্তানের ইসলামাবাদেও ভূমিকম্প হয়েছে।

সোমবার বেলা ১২টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূ-কম্পনের উৎস ছিল জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশের সীমানায় ছাম্বা এলাকায়।

ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) পক্ষ থেকে টুইট করে জানানো হয়, সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে হিমাচলপ্রদেশ এবং কাশ্মীর সীমান্তে অবস্থিত চম্বা এলাকায় মাঝারি মাপের ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.০। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ভূকম্পনের সৃষ্টি হয়েছিল। এর ঠিক আধঘণ্টা পরে ১২টা ৪০ মিনিটে একই জায়গায় ফের ভূমিকম্প হয়। তবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.২।

এই ভূমিকম্পে কম্পনের জেরে আশপাশের একাধিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আজকের খুলনা
আজকের খুলনা