• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বড় পরাজয়েও ভেঙে পড়েনি টিম টাইগার

আজকের খুলনা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

রাজকোটে গতকাল আঘাত হানার কথা ছিল ঘূর্ণিঝড় 'মহা'র। সেই ঝড় দুর্বল হয়ে রোদ ঝলমল দিন এল, কিন্তু বাইশ গজে ব্যাট হাতে ঝড় তুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার এই ঝড়ে ছিন্নভিন্ন হয়ে যায় বাংলাদেশের বোলিং লাইনআপ। ৪৩ বলে খেলা ৮৫ রানের ইনিংস খেলে দলকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন রোহিত। সিরিজে ফিরেছে সমতা। তবে রাজকোটে বড় ব্যবধানে হারলেও নিজেদের সামর্থ্য নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা হতাশ হয়ে পড়েননি।

নাগপুরের উদ্দেশ্যে যাত্রা করার আগে উপস্থিত সাংবাদিকদের পেসার শফিউল ইসলাম জানালেন,পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখোমুখি হতে উন্মুখ তারা। তার ভাষায়, 'রোহিতের ভালো একটা দিন গেছে। একজন খেলোয়াড়ের যখন ভালো দিন যায়, তখন মানসিকভাবে আসলে আমাদের দুর্বল হয়ে যাওয়ার কিছু নাই। কারও এমন দিন গেলে যে কোনো দলকে হারানো সম্ভব। আমরা সবাই দৃঢ় আছি, এখনও একটা সুযোগ আছে। আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াব।'

আগামী ১০ নভেম্বর সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়ন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। নাগপুরে অনুষ্ঠিতব্য ওই ম্যাচেই সিরিজের ফয়সলা হবে। দ্বিতীয় ম্যাচে ১৫৩ রানের পুঁজি নিয়ে রোহিতের তাণ্ডবের সামনে বাংলাদেশকে অসহায় দেখাচ্ছিল। শফিউলের মতে, 'চেষ্টা করেছি প্রতিরোধ গড়ার। আমার সামর্থ্যে আমার বিশ্বাস ছিল। অসহায় ছিলাম, ব্যাপারটা ঠিক এমন না। কিভাবে ওকে রুখে দেওয়া যায়, সেই লক্ষ্য ছিল আমার। চেষ্টা করেছি। সবাই সেভাবেই চেষ্টা করেছে। আসলে ও ভালো ক্রিকেট খেলেছে।'

আজকের খুলনা
আজকের খুলনা