• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আজকের খুলনা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

বকেয়া বেতন-ভাতার দাবিতে সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাকিফ এ্যাপারেলস ওয়াশিং অ‌্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি নামের এক পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার তেঁতুলঝোড়া এলাকার সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়কে কারখানার প্রায় তিন হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চলে আসলেও তারা এখনো জানুয়ারি মাসের বেতন পাননি। বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা দিতে অপারগতা প্রকাশ করে নোটিশ টানিয়ে দেয়। পরে নোটিশ দেখে কারাখানার প্রায় তিন হাজার বিক্ষুব্ধ শ্রমিক হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে এসে অবস্থান নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পোশাক কারখানার কাজ করা একাধিক শ্রমিক বলেন, ‘কারখানা মালিক আমাদেরকে আজকেই বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছিল। তবে তারা বেতন না দেয়ায় আমরা আন্দোলনে নামি।’

শিল্প পুলিশ-১ এর ইন্সপেক্টর মাহমুদুর রহমান জানান, বকেয়া এক মাসের বেতনের দাবিতে শ্রমিকরা বাইরে বেরিয়ে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ছেড়ে দেয়। এসময় সড়কটিতে কিছু সময় যানচলাচলে বিঘ্ন ঘটে।

আজকের খুলনা
আজকের খুলনা