• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পর্তুগালের জয়ে রোনালদোর গোল

আজকের খুলনা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

পর্তুগালের আগের দুই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না। তাকে ছাড়া দুই ম্যাচেই ড্র করেছিল দল। রোনালদো ফিরলেন, গোলও করলেন। পর্তুগাল পেল প্রথম জয়।

২০২০ ইউরো বাছাইপর্বে ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে শনিবার রাতে সার্বিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল।

বেলগ্রেডে ম্যাচের ৪২ মিনিটে পর্তুগালকে এগিয়ে দিয়েছিলেন উইলিয়াম কারভালহো। ম্যাচের বাকি পাঁচটি গোলই হয়েছে উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে।

৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গত জুনে নেশনস লিগের ফাইনালে পর্তুগালকে শিরোপা জেতাতে একমাত্র গোল করা গঞ্জালো গুদেস।

দশ মিনিট পর সার্বিয়ার হয়ে ব্যবধান কমান নিকোলা মিলেনকোভিচ। দাসুন তাদিচের কর্নার থেকে হেডে গোল করেন এই ডিফেন্ডার।

৮০ মিনিটে গোল করে পর্তুগালের ব্যবধান বাড়ান রোনালদো। বার্নার্দো সিলভার বাড়ানো বল থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন জুভেন্টাস ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পর আবার ব্যবধান কমায় সার্বিয়া। এবারের গোলটি করেন মিত্রভিচ। তাতে দারুণভাবে জমে ওঠে ম্যাচ। অবশ্য পরের মিনিটেই স্কোরলাইন ৪-২ করার পাশাপাশি পর্তুগালের জয় নিশ্চিত করে ফেলেন সিলভা।

তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। শনিবার গ্রুপের আরেক ম্যাচে লিথুনিয়াকে ৩-০ গোলে হারানো ইউক্রেন ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

 

আজকের খুলনা
আজকের খুলনা