• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পরীক্ষায় আবারও ফেল আশরাফুল

আজকের খুলনা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

টানা খেলার মধ্যে থেকেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দুই দুইবার ফিটনেস যাচাইয়ের জন্য বিপ টেস্ট দিয়েও বিসিবির বেধে দেওয়া নম্বর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয়বার আশরাফুল পেয়েছেন ১০। বিপ টেস্টের বেঞ্চ মার্ক ধরা হয়েছিল ১১ পয়েন্ট।

আজ মিরপুর ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয়বার বিপ টেস্ট দেন মোহাম্মদ আশরাফুল। আজ তিনি ১০ তুলতে পেরেছেন। এর আগে গত মঙ্গলবার বিপ টেস্ট দিয়ে নিজেকে ফিট প্রমাণে ব্যর্থ হয়েছিলেন। তখন তিনি ৯.৭ তুলেছিলেন।

বিপ টেস্ট দিয়ে আশরাফুল বলেন, লাস্টের থেকে ইমপ্রুভমেন্ট, ‘লাস্ট ৯.৭ ছিল, আজকে টেন দিয়েছে। আশা করি যতদিন যাবে আরও ইম্প্রুভমেন্ট হবে।’

যারা ফিটনেস প্রমাণ করতে ব্যর্থ হবেন তাদেরকে দলের বাইরে রাখা হবে বলে জানিয়েছে বোর্ড। আপনাকে কিছু বলা হয়েছে কিনা এমন প্রশ্নে আশরাফুল বলেন, ‘আমি এখনো জানি না, তবে এতটুকু জানি আমি ইম্প্রুভ করছি।’

ইংল্যান্ডের কাউন্টিতে ব্ল্যাক হিটের হয়ে প্রায় দুই মাস খেলে আসছেন কিছুদিন হলো। খেলার মধ্যে থেকেও বিপ টেস্ট উতরাতে পারছেন না। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, ফিটনেসে কঠোর হচ্ছে বোর্ড। যাচাইয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচকদের। নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ‘ফিটনেস টেস্টে উতরাতেই হবে। কেউ খারাপ করলে বিবেচনা করা হবে, তবে কোনো ছাড় নয়।’

চার দিন পরেই শুরু হবে জাতীয় লিগ। এবার বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ককে দেখা যাবে বরিশালের হয়ে খেলতে।

আজকের খুলনা
আজকের খুলনা