• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পদ্মা সেতুর ২১তম স্প্যান বসবে আজ

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

আজ মঙ্গলবার শুরু হচ্ছে পদ্মা সেতুর ২১তম স্প্যান বসানোর কাজ। সকালে মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তের নির্ধারিত ৩২ ও ৩৩ নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়া হবে এ স্প্যান। আবহাওয়া অনুকূলে থাকলে বসিয়ে দেয়া হবে মঙ্গলবার (১৪ জানুয়ারি)। তবে কুয়াশার কথা মাথায় রেখে হাতে রাখা হয়েছে বাড়তি এক দিন। এ স্প্যানটি বসার মধ্য দিয়ে দৃশ্যমান হবে অর্ধেকের বেশি পদ্মা সেতু।

দৃশ্যমান এখন অর্ধেক পদ্মা সেতু। জাজিরা প্রান্তে ৯টি স্প্যানের পাশাপাশি মাঝ নদীতে বসেছে ১০টি। শুরুতে জাজিরা প্রান্তে কাজ এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বেশিরভাগ কাজ হয়েছে মাঝ নদীতে। এখন আবার কাজ ফিরে যাচ্ছে জাজিরা প্রান্তে।

পরিকল্পনা অনুযায়ী বাকি ২১টি স্প্যান বসাতে হবে চলতি বছরের জুলাই মাসের মধ্যে। সময়ের সাথে সাথে দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনায় প্রতি মাসে টার্গেট কমপক্ষে ৩টি করে স্প্যান বসানো। সে হিসেবে প্রথম স্প্যানটি বসতে যাচ্ছে মাসের দ্বিতীয় সপ্তাহে। দ্বিতীয় স্প্যানটি ২২ তারিখ এবং শেষ স্প্যানটি আগামি ৩০ জানুয়ারি বসানোর লক্ষ্য ঠিক করেছে সেতু কর্তৃপক্ষ।

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আগে ৪ ও ৫ নম্বর মডিউলে স্প্যান তোলা হলেও এবার নতুন করে স্প্যান তোলা হচ্ছে ৬ নম্বর মডিউলে। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৬টির কাজ পুরো শেষ। বাকি ৬টি পিলারের মধ্যে ৪টির কাজ ফেব্রুয়ারি মাসে এবং ২টির কাজ এপ্রিল মাসের মধ্যে শতভাগ শেষ হওয়ার কথা রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা