• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নিউইয়র্ক ফ্যাশন উইকে মোনালিসা

আজকের খুলনা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

নিউইয়র্কের ম্যানহাটানের বিভিন্ন ভেন্যুতে সাড়ম্বরে চলছে আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের পদচারণায় এখন মুখর নিউইয়র্ক।

এই আয়োজনে অংশ নিয়েছেন দুই বাংলাদেশি। রবিবার নিউইয়র্কের ফ্যাশন উইকে র‍্যাম্পে হেঁটেছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল মোজেজা আশরাফ মোনালিসা ও ফারহান চৌধুরী।

শোতে বাঙালি নারী-পুরুষের প্রধানতম পোশাক শাড়ি, সেলোয়ার কামিজ ও পাঞ্জাবিকে বিশ্বের খ্যাতিমান ডিজাইনার, কোরিওগ্রাফার ও মডেলদের সামনে উপস্থাপন করা হয়। ফ্যাশন শোতে বাঙালি এসব পোশাক পরে র‌্যাম্পে হাঁটেন বিদেশি মডেলরাও।

বাংলাদেশি ফ্যাশন হাউজ 'সপ্তপর্ণা’র কর্ণধার পারভিজ চৌধুরীর ডিজাইন করা পোশাকে শোর কোরিওগ্রাফার ছিলেন তার ছেলে ফারহান চৌধুরী। সপ্তপর্ণার ডিজাইন করা পোশাক নিয়ে মডেল মোনালিসা ও ফারহান এবার নিয়ে টানা দ্বিতীয়বার নিউইয়র্ক ফ্যাশন উইকের শোকেসে অংশ নিলেন।

ফ্যাশন শোতে অংশ নিয়ে উচ্ছ্বসিত মোনালিসা। তিনি বলেন, বাঙালি নারীর অহংকার ও ঐতিহ্যের পোশাক শাড়িকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে পেরে আমি আনন্দিত। ফ্যাশন উইকের সার্বিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।

মডেল ফারহান চৌধুরী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে।আমার মায়ের ডিজাইন করা শাড়ি, সেলোয়ার-কামিজের মাধ্যমে বাংলাদেশের পোশাক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ফ্যাশনের বর্ষপঞ্জিতে প্রতিবছর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজন করা হয় নিউইয়র্ক ফ্যাশন উইক।

আজকের খুলনা
আজকের খুলনা