• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নখের ভেতর ময়লা থাকলে কি অজু হবে?

আজকের খুলনা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

প্রশ্ন : একবার দীর্ঘদিন সফরে থাকার কারণে হাত-পায়ের নখ কাটার সুযোগ পাইনি। ফলে তা বেশ লম্বা হয়ে যায়। সফরে থাকায় তাতে ময়লাও জমে যায়। সফর শেষে এক বন্ধু আমাকে বললেন, নখের ভেতর ময়লা থাকলে অজু হয় না। তাই তোমার নামাজও হয়নি। আমার প্রশ্ন হলো, সফরে থাকা অবস্থায় আমার নামাজগুলোর ব্যাপারে ইসলামের বিধান কী? সেসব নামাজ কি আমার আদায় করতে হবে?

—হাদিউল ইসলাম, ত্রিশাল, ময়মনসিংহ

উত্তর : নখের ভেতর ময়লা জমে থাকলেও অজুর সময় সে অংশ ভিজে গেলে অজু হয়ে যায়। তাই আপনার ওই নামাজগুলো আদায় হয়ে গেছে। তা আবার আদায় করতে হবে না। তবে হাত-পায়ের নখ সপ্তাহে একবার কাটা উত্তম। নাফে (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) প্রত্যেক জুমার দিন মোচ ও নখ কাটতেন।

সূত্র : সুনানে কুবরা, বায়হাকি : ৩/২৪৪; আলবাহরুর রায়েক : ১/৪৭; ফাতাওয়া তাতারখানিয়া : ১/২৭৮; ফাতাওয়া হিন্দিয়া : ১/৬৪; আদ্দুররুল মুখতার : ১/১৫৪

আজকের খুলনা
আজকের খুলনা