• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

জুয়াড়িরা সাকিবকে কিনতে পারেনি

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯  

সাকিব আল হাসান জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তিনি তাদের না করে দিয়েছিলেন। কোন ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন না। তার ভুল ছিল যে তিনি এই বিষয়টি আইসিসিকে জানাননি। 

এই না জানানো বিষয় প্রায় দুই বছর আগের। আইসিসির কাছে কোন তথ্য থাকলে সেই সময়ে তদন্ত করতে পারত। এমনিতেই আমাদের ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন, আলোচনা, সমালোচনা চলছে। এর মধ্যে দুই বছরের পুরানো ইস্যু কেন? আমরা যারা ক্রিকেট ভালোবাসি, সবার মাথার মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। আর যে জুয়াড়ি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন, তিনিতো সত্যিকার অর্থেই অপরাধী। আইসিসি তার কি বিচার করবেন কিংবা আদৌ কিছু করার এখতিয়ার আছে কিনা, সেটাও প্রশ্ন।

আইসিসিকে না জানিয়ে সাকিব আল হাসান যে ভুল করেছে, সেজন্য তাকে সতর্ক করা যেত। তাছাড়া, জুয়াড়িরা অত্যন্ত শক্তিশালী একটি সিন্ডিকেট। সাকিব আল হাসান যদি ভয় পেয়ে কিংবা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আইসিসিকে না জানায়, সেখানে সাকিবের দায় কতটুকু, সেটা অবশ্যই বিবেচনা করা দরকার ছিল। 

খবরে দেখলাম, সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি কমানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরবেন ২০২০ সালের ২৯ অক্টোবর। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, ভুল এবং অন্যায় কি এক বিষয়? আর জুয়াড়িরা সাকিবকে যত প্রস্তাবই দিক, কিনতে পারেনি।

লেখকঃ রিয়াজুল হক, উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক

আজকের খুলনা
আজকের খুলনা