• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় সীমিত আকারে বড়দিন পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০  

প্রথা অনুযায়ী, রাত ১২টা এক মিনিটে কেক কেটে প্রভু যিশুর জন্মদিন পালনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এবার রাত ১০টায় কেক কেটে রাত ১২টার মধ্যে সব কর্মসূচি শেষ করার আহ্বান জানানো হয়েছে।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন আজ শুক্রবার (২৫ ডিসেম্বর)। এবার বৈশ্বিক করোনা মহামারির কারণে খুলনার সবগুলো গির্জায় বড়দিন উদযাপিত হবে না। প্রথা অনুযায়ী, রাত ১২টা এক মিনিটে কেক কেটে প্রভু যিশুর জন্মদিন পালনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এবার রাত ১০টায় কেক কেটে রাত ১২টার মধ্যে সব কর্মসূচি শেষ করার আহ্বান জানানো হয়েছে।

নগরীর ৪১টি গির্জার মধ্যে ৩৩টিতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে বড়দিন পালন করা হবে। সার্বিক নিরাপত্তায় খুলনার গির্জাগুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খ্রিস্টান অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, প্রতি বছর মহানগর ও জেলার ১২৬টি চার্চে বড় দিনের অনুষ্ঠানের আয়োজন হতো। নগরীর অর্ধশতাধিক বাড়িতে খ্রিস্টমাস ট্রি স্থাপন করা হতো। কিন্তু এবার মহানগরীর ৪১টি গির্জার মধ্যে মাত্র ৩৩টিতে বড়দিন উদযাপিত হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁঞা জানান, করোনা পরিস্থিতির কারণে বড়দিনের কর্মসূচি সীমিত আকারে শুধুমাত্র ধর্মীয় রীতিনীতি পালনের আহ্বান জানানো হয়েছে। গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের আবাসিক এলাকায় সার্বিক নিরাপত্তায় পোশাকধারী, সাদা পোশাকে ও গোয়েন্দা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা