• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুমেকে করোনা পরীক্ষা কাল থেকে

আজকের খুলনা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করার জন্য খুলনা মেডিকেল কলেজের (খুমেক) তৃতীয় তলায় পিসিআর মেশিন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার থেকে এর মাধ্যমে করোনার পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ পারভীন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে করোনাভাইরাস পরীক্ষা করার প্রায় ৭০০ কিট এসে পৌঁছেছে। খুলনা বিভাগের সব হাসপাতাল থেকে সন্দেহভাজন রোগীর স্যাম্পল সংগ্রহ করে এখানে পরীক্ষার জন্য খুমেকে পাঠানো হবে।

তারা জানায়, নাক ও মুখের লালা পরীক্ষার মাধ্যমে করোনা আছে কিনা তা শনাক্ত করা হবে। প্রতিদিন ৯০টি স্যাম্পল পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। এখান থেকে রিপোর্ট পেতে ৪ ঘণ্টার মতো সময় লাগবে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার জানান, খুলনা ডায়াবেটিক হাসপাতালকে ব্যবহার করা হবে করোনা হাসপাতাল হিসেবে। কারও করোনা শনাক্ত হলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে ৮০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। সবমিলিয়ে দেড়শ শয্যা চালু করা হবে। ৪টি আইসিইউ শয্যা প্রস্তুত করা হয়েছে, মোট ১০টি আইসিইউ শয্যা চালু করা হবে। এছাড়া ৪টি কেবিন প্রস্তুত করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা