• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ওমরাহ বন্ধ করে দিল সৌদি আরব

আজকের খুলনা

প্রকাশিত: ৪ মার্চ ২০২০  

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতঙ্কে সৌদি নাগরি ও দেশটিতে বসবাসকারীদের জন্য ওমরাহ হজ পালন বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। দেশটিতে ইতিমধ্যে ৭০ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। সীমান্ত ঘিরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম এসপিএ এর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডলইস্ট আই’ বুধবার (০৪ মার্চ) এ খবর প্রকাশ করেছে।


খবরে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়ার পর্যন্ত ওমরাহ পালনের জন্য কেউ মক্কা বা মদিনা শহরে প্রবেশ করতে পারবেন না। তবে প্রতিদিনই পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে। এর আগে যেসব দেশে করোনা শনাক্ত হয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণ বা ওমরাহ পালনের জন্য সৌদিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবেলায় দেশটিতে ২৫টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা