• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এবার জয়ের সঙ্গে মিললো সেঞ্চুরিও

আজকের খুলনা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

ধারাবাহিকতার অনন্য নজির স্থাপন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে খেলতে গিয়ে প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে মূল সিরিজের সব ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়রা। তাই তো দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগার যুবারা।

রোববার ভোর লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে স্বাগতিক যুবাদেরকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ফার্গাস লেলম্যানের সেঞ্চুরির পরেও ২২৩ রানের বেশি করতে পারেনি কিউইরা। জবাবে মাহমুদুল জয়ের অপরাজিত সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মাহমুদুল। তবে সে ম্যাচে তিনি আউট হয়ে যান ৯৯ রানের মাথায়। পরের ম্যাচে আর সেঞ্চুরি মিসের হতাশায় পুড়তে হয়নি মাহমুদুলকে। শেষপর্যন্ত ১০৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। নিজের ইনিংসটিকে ১৬ চার ও ১ ছয়ের মারে সাজান তিনি।

মাহমুদুলের সেঞ্চুরি ছাড়াও ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন তানজিদ হাসান তামিম এবং তৌহিদ হৃদয়। ওপেনার তানজিদের ব্যাট থেকে আসে ৬৫ রান এবং মাহমুদুলের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ১২৮ রান যোগ করার পথে তৌহিদ অপরাজিত থাকেন ৫১ রানে।

ব্যাটসম্যানদের দাপুটে প্রদর্শনীর আগে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের বোলাররা। ২টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, অভিষেক দাস এবং হাসান মুরাদ। নিউজিল্যান্ডের যুবাদের আটকে দিয়েছেন মাত্র ২২৩ রানে। স্বাগতিকদের পক্ষে ১১৬ রান করেন লেলম্যান।

এ জয়ের পর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতেই জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের যুবারা। সিরিজের শেষ দুই ম্যাচ হবে আগামী ৯ ও ১৩ অক্টোবর।

আজকের খুলনা
আজকের খুলনা