• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

অবশেষে খুলনায় স্বস্তির বৃষ্টি

আজকের খুলনা

প্রকাশিত: ৪ মে ২০২১  

টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনা অঞ্চলে। প্রখর রোদে পুড়েছে প্রকৃতি। এ বছর দেখা মিলেনি ঝড়-বৃষ্টির। টানা কয়েক মাসের অসহনীয় গরমের পর খুলনা মহানগরীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।

 

সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টায় থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা স্বস্তি এনেছে। শীতল বাতাসে প্রশান্তি বিরাজ করছে খুলনায়।

 

মঙ্গলবার (৪ মে) সকালেও গুড়িগুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে খুলনা মহানগরীসহ উপজেলাগুলোতে ও পার্শ্ববর্তী জেলাসমূহে।

 

তবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকায় জেলার অনেক এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে রোজাদারদের।

 

ডুমুরিয়ার কৃষক মোজাম আলী বলেন, আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি। মাঠঘাট ফেঁটে চৌচির হয়ে গেছে। বৃষ্টির ফলে মাঠে ফসল বেশ ভালো হবে।

 

একই এলাকার আমচাষী মো. আনোয়ার হোসেন বলেন, বৃষ্টির ফলে আম ভালো হবে। আমের বোটা শক্ত হবে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, বৃষ্টির ফলে মাঠের ফসলের উপকার হবে। বিশেষ করে পাট চাষীরা বেশি উপকৃত হবেন। মাটি প্রাণ ফিরে পাবে।

 

উল্লেখ্য, সোমবার রাত ১১টায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনাসহ দেশের আট বিভাগের জেলাগুলো রাতে কালবৈশাখী ঝড়-বৃষ্টির সম্মুখীন হতে পারে।

আজকের খুলনা
আজকের খুলনা