• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

অগ্নিঝরা মার্চ: ৪ মার্চ, ১৯৭১

আজকের খুলনা

প্রকাশিত: ৪ মার্চ ২০২১  

অগ্নিঝরা মার্চের আজ চতুর্থ দিন। ১৯৭১ সালের এই দিনে ঘটেছিলো কিছু বিষাদময় ঘটনা যেগুলো ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। এই মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী হয়ে আছে বাঙালির হৃদয়ে। বাঙালির স্বাধীনতা ও গৌরবগাঁথার লুকিয়ে আছে এই মাসের ভেতরেই। ১৯৭১ সালের এই মাসে তীব্র আন্দোলনের মাধ্যমে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। এই মার্চ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ।

* চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ১১৩নং সামরিক আইন আদেশ জারি করা হয়। চট্টগ্রামে নিহতের সংখ্যা দাঁড়ায় ১২১ এ, খুলনায় নিহত হয় ৬ জন। ঢাকায় কারফিউ প্রত্যাহার করা হয়।

* সাংবাদিক ও শিল্পীদের একাত্মতা: জনগণের মুক্তি আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ডাক দেয় সাংবাদিক ইউনিয়ন, মিছিল ও জনসভার সিদ্ধান্ত হয়। সংবাদপত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করা হয়। স্বাধিকার আন্দোলনকে সফল করতে নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের সভার প্রস্তাব হয়, যে কোনও ত্যাগ স্বীকারের সংকল্প গ্রহণ করা হয়। ২০ জন বিশিষ্ট শিল্পীর যুক্তবিবৃতি দেয়, বেতার টেলিভিশন বর্জনের সিদ্ধান্ত হয়।

* ছাত্রলীগ ও ডাকসুর আবেদন, ৬ মার্চের মধ্যে ঢাকা শহরে এবং ৭ মার্চের মধ্যে সারাদেশে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন শেষ করতে হবে। প্রতিটি ছাত্র সংগ্রাম পরিষদে ১ জন আহ্বায়ক ও ১০ জন সদস্য থাকবে।

আজকের খুলনা
আজকের খুলনা